ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে আছেন তিনি। যদিও এই ব্রাজিলিয়ানের শরীরে কোনো প্রকার উপসর্গ দেখা যায়নি।

করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি এক ভিডিও বার্তায় ৪০ বছর বয়সী সাবেক এই ফুটবলার নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার বন্ধু, পরিবার এবং ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি যে, আমি করোনা টেস্ট করিয়েছিলাম এবং তার ফলাফল পজিটিভ এসেছে। আমি এখন ভালো আছি, শারীরিক উন্নতিও ঘটছে তবে এখনও পুরোপুরি সুস্থ হইনি।’

এই ব্রাজিলিয়ান তারকা বেলো হরিজোন্তে হোটেলে নিজের আইসোলেশন কাটাচ্ছেন।

বার্সেলোনার সাবেক এই ব্রাজিলিয়ান তারকা নিজের ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ জেতার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতেছেন। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সে ভাস্বর রোনালদিনহো ব্যালন ডি’অর ট্রফিও নিজের করে নিয়েছিলেন।

প্রসঙ্গত, জাল পাসপোর্ট কাণ্ডে প্যারাগুয়ে পুলিশের নজরবন্দীতে এক হোটেলে ছোট ভাইসহ রোনালদিনহো হাউজ অ্যারেস্ট ছিলেন। প্রায় পাঁচ মাস বন্দী থাকার পর গত আগস্টের শেষ দিকে আদালতের এক আদেশে মুক্তি মেলে সাবেক এই তারকা ফুটবলারের। তবে তাদেরকে মুচলেকা দিতে হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে