বৈশাখী
মহীতোষ গায়েন

নীলদিগন্তে দীপ্ত মেঘের ডানায় ভাসে
কষ্টকল্পিত জীবনের অভিপ্রেত,
অঙ্কের হিসেব মেলাতে মেলাতে
সুপ্ত আকাঙ্ক্ষায় আসে অশনিসংকেত।

নিদারুণ গুমোটে দিশেহারা চরাচর
উজান ভাটির টানে স্বপ্ন চুরি যায়,
গ্রীষ্মের দাবদাহ ম্লান, উৎস-মানুষের
বাউল সুর পল্লবিত মাত্রা পায়।

সলজ্জ আম্রকুঞ্জে বৈশাখী বাতাসে
উদভ্রান্ত হিমেল শিহরণ জাগে,
বৃষ্টি-মেঘের আলিঙ্গনে উদাসী মন
সিক্ত হয় ইমনকল‍্যাণ রাগে।

সযত্নে রক্ষিত যৌবনের জলতরঙ্গে
সমর্পিত বর্ষালিপির ধারাপাত,
সংগ্রাম ক্লান্ত অতন্দ্র সৈনিকেরা
বিশ্রাম চায়,প্রত‍্যয়ী বৈশাখী রাত।

ভ্রমান্ধ সময়ে বিদ্ধ কোমলগান্ধার
মুক্তির আনন্দের প্রতীক্ষায় থাকে,
সৃষ্টি দিনে উৎকলিকা বৈশাখী
নীলিমার নীলে সোনালী ভবিষ্যৎ আঁকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে