বৈশাখী ভোরের কাহিনি
মহীতোষ গায়েন
সেদিন হঠাৎ দেখা এক বৈশাখী ভোরে
ভোরের ট্রেন ছুটে যায় মাঠের বুক চিরে,
তখন সূর্যের রক্তিম আভা সবুজ পাতায়
একা এক সওয়ারি যায় চিন্তাসূত্র মাথায়।
বাড়ি ছেড়ে পালায় সে,অব্যক্ত যন্ত্রণা বুকে
ভয়ের ছবি ফুটে ওঠে রাই-কিশোরীর মুখে
নতুন জীবন খোঁজে,অজানা ভবিষ্যৎ যার
যার জন্য ঘর ছাড়া সে,নেই তো দেখা তার।
সারাটা দিন সারাটা রাত নিয়তি খেলে চলে
বৈশাখী ভোর বাউল হৃদয় চুরির কথা বলে
বিচ্ছেদের ছবি মিলিয়ে যায় বসন্তরাগ আসে
বৈশাখী ভোর লতাপাতা নব প্রেমাবর্তে পাশে।