বৈরি আবহাওয়ায় প্রায় ১৫ দিন ধরে মাছ ধরতে পারছেন না শরণখোলার অর্ধ লক্ষাধিক জেলে। সমুদ্র উত্তাল থাকায় জেলেরা ট্রলার নিয়ে আশ্রয় নিয়েছে বঙ্গোপসাগর তীরবর্তী সুন্দরবনে।
সরেজমিন ঘুরে দেখা যায়, নদী-সাগরে জাল ফেলতে না পেরে বেকার সময় পার করছেন তারা। এমতাবস্থায় দরিদ্র জেলে পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট। আড়তদার ও ট্রলার মালিকরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে দুঃশ্চিন্তায় পড়েছেন।
অন্যদিকে, করোনাকালীন সময়ে জেলেরা ৬৫ দিন মাছ ধরতে যেতে পারেননি। মৎস্য আড়তদার ও জেলেরা জানিয়েছেন, ইলিশের ভরা মৌসুম অথচ এখনই তারা মাছ ধরতে পারছেন না।