বৈচিত্র্যময় প্রকৃতি

মিজানুর রহমান

প্রকৃতি তোমার চোখের ভাষা,
আজও বুঝিতে নাহি পারি;
আজও মনে হয় অবুঝ বালক,
তোমার হৃদয়ে যেন অবুঝ হয়ে থাকিতে পারি।

তোমার রুপে গুণের সঞ্জীবনী শক্তিতে,
ঢেলে সাজিয়েছো নিখুঁতভাবে
শত শত প্রাণ এর জীবন,
আজও ভরপুর প্রাণে উদ্যম গতি,
সেই গতিতে মোদের গতিশীল জীবনযাপন।

এখনো ছুটি তোমার বুকে,
কর নাহি প্রতিবাদ;
মোদের যেন ভালোবেসে দিয়েছ বক্ষে স্থান।
তুমি মোদের জননীর জননী,
সজল ভরা নয়ন তোমার,
সবুজ ভরা আঁচল,
তোমার ভিজে আঁচলের আর্দ্রতায়
সজীব মোদের প্রাণ।

তোমার বক্ষে বসেছে এক মেলার আসর,
এত বৈচিত্র্য ভরা মানুষের ঢল!
করিছে কোলাহল
আবেগঘন আপ্লুত পরিবেশ,
তুমি দিয়েছো মোদের দান।

মাদার তলায় বসে থাকা প্রেমিক-প্রেমিকা ,
যুগলদয়ের প্রেম আলাপ যেন-
ফিরিয়ে দেয় তোমার যৌবনের তারুণ্যের প্রতিচ্ছবি;
মাদার পুষ্পে প্রতিফলিত তোমার মুখের
হাস্যজজ্জ্বল ছবি।

পতগের কলতানে, নিশীতের দ্বিপ্রহরে,
চন্দ্রের স্বর্ণালী প্রভায় উদ্ভাসিত তুমি।
আজও মনোরম চিরহরিৎ শোভাবর্ধকে ,
সৃজিত তোমার বৈচিত্র্যময় হৃদয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে