নিজস্ব প্রতিবেদক :

 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় করোনা টেস্ট রিপোর্টও পজেটিভ এসেছে।

শনিবার (২৪শে এপ্রিল) দিবাগত রাতে তাঁর চিকিৎসক দলের প্রধান ডা. এফএম সিদ্দীকী সাংবাদিকদের একথা জানান।

তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান তিনি। বর্তমানে তিনি শংকামুক্ত। চিকিৎসক জানান, হাসপাতল থেকে বাসায় ফেরার পর প্রায় একবছর করোনা সংক্রমণের ভয়ে তাঁর নিয়মিত শারীরিক পরীক্ষা বন্ধ ছিলো। তবে এখন সেসব পরীক্ষা করা হবে।

এর আগে শনিবার সকালে দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গত ১১ই এপ্রিল খালেদা জিয়াও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, খালেদা জিয়ার বাড়ির করোনা আক্রান্ত অন্য তিন সদস্যও শারীরিক ভাবে সুস্থ আছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে