বৃষ্টি ভেজা সকাল                                      মিজানুর রহমান

বৃষ্টি বর্ষা বয়ে নিয়ে আসে
প্রতিটি সজীবান্তে এক প্রাণোচ্ছল
স্পর্শমর্মী শীতলতা ….
প্রকৃতির এই ধারায় প্রতিটি প্রাণ
প্রানবন্ত হয়ে ওঠে
ফুটে ওঠে প্রকৃতির স্বাচ্ছন্দীক বার্তা
খাল বিল পুকুর ডোবা সবই জলে থৈ থৈ
মাঝে মাঝে দমকা হাওয়ায়
মনে পড়ে তোমার কথায়
তুমি আসবে বলে?
আকাশ পথে পাড়ি দিয়ে বৃষ্টিধারা হয়ে
তোমার তুমুল ভালোবাসায়
বৃষ্টি দিয়ে ভিজিয়ে আমায়
তুমি আসবে বলে ?
মুষলধারে বৃষ্টি হবে
ভিজবো মোরা আপন খেয়ালে
মাঝে মাঝে পাড়ি দেব
সাঁতার দেশের পদ্মা পাড়ে
তুমি আসবে বলে?
বৃষ্টি এলে গান শোনাব
প্রিয় কবির লেখা
এসো মোরা…..
আবির দোলে প্রাণ জুড়াবো
মেঘাচ্ছন্ন ধারায় …..
মোরা লুটিয়ে পড়ি ধরার বুকে
সজীবান্তের বেলায়।
বৃষ্টি ভেজা সাজ সকালে
মনে পড়ে তোমায় যেন
যেতে বড় ইচ্ছে লাগে
অচেনা তোমার দেশে
তুমি বলে গান শোনাবে
শুনতে বড় ইচ্ছে জাগে!!
বলো তুমি আসবে কবে?
বৃষ্টি ভেজা লেবুপাতার ঘ্রানে ….
আজ ও খুজে পাই তোমায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে