Dhaka ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

বুদ্ধ-আম্বেদকর মিলন মেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ১৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক :

১৪ এপ্রিল ‘বুদ্ধ- আম্বেদকর মিলন মেলা’ প্রথমবার আয়োজিত হল আম্বেদকর জনজাগরনী সমিতি,তপশিলি টিচার্স ফোরাম,ভারতীয় পুণ্ড্র সমাজ ট্রাস্টি বোর্ড এর যৌথ উদ্যোগে ও অন্যান্য দশ শতাধিক আম্বেদকর সংগঠনের যৌথ উদ্যোগে মন্দিরবাজারের ছকুরাট-বিদ্যাধরপুর গ্রামে হাতিয়াগড় বৌদ্ধ বিহারে।

শোভাযাত্রা, আম্বেদকরের জীবন ও কর্মকেন্দ্রিক গান-নাটক-আলোচনা সভা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান উৎসবের আয়োজন করা হয়।
এদিনের আরও এক আকর্ষণ হল, আম্বেদকর মেধা অন্বেষণ পরীক্ষা (২০২১)-র কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান ও পুরস্কার প্রদান। আম্বেদকর জনজাগরণী সমিতি ও তপশিলি টিচার ফোরামের উদ্যোগে পঞ্চম থেকে নবম শ্রেণির আট শতাধিক ছাত্রছাত্রী গত ২৬ ডিসেম্বর (২০২১) অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রচলিত শ্রেণিভিত্তিক সিলেবাসের সঙ্গে ড. আম্বেদকরের জীবন ও কর্মপন্থাকে বিষয়সূচি করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

এই পরীক্ষায় সকল শ্রেণির পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপকের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী সৌমজিৎ সরদার “বাবাসাহেব আম্বেদকর পুরস্কার”, দ্বিতীয় স্থানাধিকারী লাকী মণ্ডল “সাবিত্রীবাঈ ফুলে পুরস্কার” ও তৃতীয় স্থানাধিকারী পাপড়ি নাইয়া “একলব্য পুরস্কার”-এর জন্য মনোনীত হয়েছে। এছাড়া প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার – স্কলারশিপ ও সংশাপত্র দেওয়া হয়।
উদ্যোক্তাদের মতে, ছাত্রছাত্রীদের উৎসাহ, অধ্যবসায় ও একাগ্রতা বৃদ্ধির জন্য, বিশেষ করে উজ্জ্বল ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে আম্বেদকর মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়।

গ্রামের প্রান্তিক ছাত্রছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি ও অতিমারীকালে শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এবং সর্বোপরি ফুলে-শাহু-আম্বেদকরবাদী চিন্তাধারাকে দেশের ভাবী নাগরিক তথা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই পরীক্ষা একদিকে যেমন ছাত্রছাত্রীদের মননশীল প্রতিযোগী হিসেবে গড়ে তুলবে তেমনি প্রান্তিক মেধাবীদের ভবিষ্যৎ গঠনে আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী উপস্থিত বহুজন বুদ্ধিজীবীরা। আম্বেদকর জনজাগরণী সমিতির সম্পাদক বিনোদ সরদার উল্লেখ করেন এই মেলা জনসাধারণের কাছে সংবিধানের গুরুত্ব তুলে ধরবে। বর্তমান ভারতে সংবিধান রক্ষা একটি পবিত্র কর্তব্য। এই মিলন মেলায় আমরা সেই বার্তা দিতে চাইছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩

বুদ্ধ-আম্বেদকর মিলন মেলা অনুষ্ঠিত

Update Time : ০৯:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক :

১৪ এপ্রিল ‘বুদ্ধ- আম্বেদকর মিলন মেলা’ প্রথমবার আয়োজিত হল আম্বেদকর জনজাগরনী সমিতি,তপশিলি টিচার্স ফোরাম,ভারতীয় পুণ্ড্র সমাজ ট্রাস্টি বোর্ড এর যৌথ উদ্যোগে ও অন্যান্য দশ শতাধিক আম্বেদকর সংগঠনের যৌথ উদ্যোগে মন্দিরবাজারের ছকুরাট-বিদ্যাধরপুর গ্রামে হাতিয়াগড় বৌদ্ধ বিহারে।

শোভাযাত্রা, আম্বেদকরের জীবন ও কর্মকেন্দ্রিক গান-নাটক-আলোচনা সভা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান উৎসবের আয়োজন করা হয়।
এদিনের আরও এক আকর্ষণ হল, আম্বেদকর মেধা অন্বেষণ পরীক্ষা (২০২১)-র কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান ও পুরস্কার প্রদান। আম্বেদকর জনজাগরণী সমিতি ও তপশিলি টিচার ফোরামের উদ্যোগে পঞ্চম থেকে নবম শ্রেণির আট শতাধিক ছাত্রছাত্রী গত ২৬ ডিসেম্বর (২০২১) অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রচলিত শ্রেণিভিত্তিক সিলেবাসের সঙ্গে ড. আম্বেদকরের জীবন ও কর্মপন্থাকে বিষয়সূচি করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

এই পরীক্ষায় সকল শ্রেণির পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপকের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী সৌমজিৎ সরদার “বাবাসাহেব আম্বেদকর পুরস্কার”, দ্বিতীয় স্থানাধিকারী লাকী মণ্ডল “সাবিত্রীবাঈ ফুলে পুরস্কার” ও তৃতীয় স্থানাধিকারী পাপড়ি নাইয়া “একলব্য পুরস্কার”-এর জন্য মনোনীত হয়েছে। এছাড়া প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার – স্কলারশিপ ও সংশাপত্র দেওয়া হয়।
উদ্যোক্তাদের মতে, ছাত্রছাত্রীদের উৎসাহ, অধ্যবসায় ও একাগ্রতা বৃদ্ধির জন্য, বিশেষ করে উজ্জ্বল ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে আম্বেদকর মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়।

গ্রামের প্রান্তিক ছাত্রছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি ও অতিমারীকালে শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এবং সর্বোপরি ফুলে-শাহু-আম্বেদকরবাদী চিন্তাধারাকে দেশের ভাবী নাগরিক তথা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই পরীক্ষা একদিকে যেমন ছাত্রছাত্রীদের মননশীল প্রতিযোগী হিসেবে গড়ে তুলবে তেমনি প্রান্তিক মেধাবীদের ভবিষ্যৎ গঠনে আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী উপস্থিত বহুজন বুদ্ধিজীবীরা। আম্বেদকর জনজাগরণী সমিতির সম্পাদক বিনোদ সরদার উল্লেখ করেন এই মেলা জনসাধারণের কাছে সংবিধানের গুরুত্ব তুলে ধরবে। বর্তমান ভারতে সংবিধান রক্ষা একটি পবিত্র কর্তব্য। এই মিলন মেলায় আমরা সেই বার্তা দিতে চাইছি।