ইমদাদুল হক ঝিনাইদহ:

মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনের বীরসেনা ঝিনাইদহের ২ নং পানির ট্যাংকীপাড়া নিবাসী মিজানুর রহমান গতকাল রাত ১ টা ৩০ মিনিটের সময় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিজানুর রহমান দীর্ঘদিন ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছিলেন।

শুক্রবার সকাল ৯ টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন।চিকিৎসা চলাকলীন সময়ে তার শারীরিক অবস্হার অারও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।সেখানে তার স্বজনেরা সুচিকিৎসার অভাববোধ করেন।
রোগীর অবস্হা ক্রমশই অাশংক্ষাজনক হয়ে পড়লে রোগীকে রাত ১১ টায় বাড়িতে ফিরিয়ে নিয়ে অাসেন। এবং রাত ১ টা ৩০ মিনিটে তিনি পরলোক গমন করেন। মিজানুর রহমান তার উত্তসূরী হিসাবে দুই ছেলে এক মেয়েকে রেখে ইহলোকের মায়া ত্যাগ করেন। ব্যক্তিগত জিবনে তিনি একজন বিজিবি সদস্য হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন । ১৯৯৯ সালে অবসর গ্রহনের পর তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে সাথে থেকে সমাজ সেবায় অনন্য ভূমিকা রাখেন।২০১৪ সালে বাংলাদেশ মানবাধিকার কমিশনে যোগদানের মাধ্যমে একজন মানবাধিকার কর্মী হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেন । বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র সহ- সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে অাসছিলেন। এছাড়াও তিনি দূর্নীতি প্রতিরোধ কমিটি, ও প্রবীন হিতৌষী সংঘ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার
কমিশন ঝিনাইদহ জেলা শাখা উপজেলা শাখার মানবাধিকার কর্মীগন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। আজ রোববার বাদ যোহর ঝিনাইদহের সিদ্দিকীয়া কামেল মাদ্রাসার মাঠে মরহুমের জানাযার নামাযে ” গার্ড অফ অনার ” প্রদানের মধ্য দিয়ে শেষ হয়। ঝিনাইদহের সর্বস্তরের মানুষ মরহুমের জানাযার নামাযে শরীক হয়ে তার বিদেহী আত্নার শান্তি কামনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে