পঞ্চগড় প্রতিনিধি:
 বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে ০৩  দিন ধরে অবস্থান করছেন ২০ বছর বয়সী এক প্রেমিকা। এদিকে প্রেমিকা বাড়িতে আসার খবর শুনে পালিয়ে গেছে প্রেমিক মো হান্নান শাহ (২৬)। প্রেমিক বিয়ে না করা পর্যন্ত নিজের বাড়িতে ফিরবেন না বলে সাফ জানিয়েছিলেন ওই প্রেমিকা।
শনিবার (২ জানুয়ারী) ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামে। সরেজমিনে কালিয়াগঞ্জ গ্রামে গিয়ে দেখা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও প্রেমিক মো হান্নান শাহের বাবা হবিবর রহমানের বাসায় অবস্থান করছে ওই প্রেমিকা।
কিন্তু ০৩ দিন অবস্থান করার পরেও শুধু বিয়ের আশ্বাস দিয়ে যাচ্ছেন প্রেমিক ও তার পরিবার এমনটাই বলছেন ওই প্রেমিকা।
সম্প্রতি তিনি সাংবাদিকদের জানান,আমি হান্নানের বাড়িতে গত তিন ধরে আছি আমার উপর কোনো অত্যাচার করা হয়নি তবে আমি কোনো সমাধানও পাইনি হান্নানের সাথে আমার ফোনে কথা হয়েছিল সে আমাকে জানিয়েছে আমাকে বিয়ে করবে ওর বাড়িতে মেনে না নিলে আমাকে অন্য জায়গায় নিয়ে থাকবে কিন্তু আজ পর্যন্ত বিয়ের কোনো ব্যবস্থা আমি দেখিনি বরং শুনা যাচ্ছে তারা তাদের প্রভাব দেখিয়ে আমাকে বাড়ি থেকে বের করার পায়তারা চালাচ্ছে।
আমি শীঘ্রই সমাধান না পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহনে বাধ্য হবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে