নিজস্ব প্রতিবেদক:
আজ সোমবার (২০শে জুন) বিশ্ব শরণার্থী দিবস। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশ বিশ্ব শরণার্থী দিবস পালন করে থাকে।
শরণার্থীদের মর্যাদা ও অবস্থান সংক্রান্ত ১৯৫১ সালের কনভেনশনটির ৫০তম বার্ষিকী পালন উপলক্ষে ২০০১ সালের ২০শে জুন প্রথমবারের মতো বিশ্বব্যাপী বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়। মূলত ২০০০ সালের চৌঠা ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী ২০ জুনকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ওই দিনটি আগে আফ্রিকা শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
এবারের শরণার্থী দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘নিরাপত্তা খোঁজার অধিকার’।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্যানুযায়ী, বিশ্বে এখন প্রতি ৭৭ জনের একজন শরণার্থী। গত এক দশক ধরে প্রতি বছর শরণার্থীর সংখ্যা বেড়েছে। ২০২১ সালের শেষে বিশ্বে শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছিল ৯ কোটি ৯৩ লাখে। কিন্তু ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই সংখ্যা গত মে মাসে ১০ কোটি ছাড়ায়।