বিশ্ব পরিবেশ দিবস
শ্রী রাজীব দত্ত

ধরণী মা আজ কাঁদছে
চারিদিকে আগুন জ্বলছে।
আমি কেবলই বিশ্ব উষ্ণায়ন
হারিয়েছে সস্থির বাতাবরণ।

নিজের হাতে নষ্ট করেছি প্রকৃতির শোভা
চারিদিকে কেবলই শুধুই দূষণ।
প্রকৃতিও আজ করছে না ক্ষমা
বেড়ে চলেছে স্বজনহারানো দহন।

আজ এই বিশ্ব পরিবেশ দিবসে
সকলে ওই মোরা অঙ্গীকারবদ্ধ।
বিশ্বকে নতুন জীবন দিব
করিব না তাকে বাকরুদ্ধ।

গাছের মাধ্যমে প্রাণের সৃষ্টি
এ ধরণীতে গাছ লাগিয়ে সৃষ্টি করি নতুন দৃষ্টি ,
দূষণমুক্ত চাই পৃথিবী,
চারিদিকে ঝরে পড়ুক মুক্ত ঝরা বৃষ্টি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে