আন্তর্জাতিক ডেস্ক:

 বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা আয়োজনে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গে প্রভাতফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কানাডার টরেন্টোতে স্থায়ী শহীদ মিনারে প্রথমবার শ্রদ্ধা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। ইউনেসকোর উদ্যোগেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে বিভিন্ন দেশে।

বাঙালির ভাষার সংগ্রামের ইতিহাস এখন বিশ্ববাসীর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে তাই দেশে দেশে ছিল নানা আয়োজন। স্থায়ী ও অস্থায়ী শহীদ মিনারে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সংগঠন, সংস্থা।

ভারতের কলকতায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে, আন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় যোগ দেন তিনি। রাজ্যের বিশিষ্টজনরা এতে অংশ নেন।  ছিল সংগীত পরিবেশনা।

ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তির দিনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে জড়ো হয়েছিলেন নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা। সেখানে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা ও সুধীজনেরা।

কানাডাতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবারই প্রথম কানাডার টরেন্টোর স্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। স্থানীয় সময় ২১শে ফেব্র“য়ারি রাত ১২টা ১ মিনিটে ফুলেল শ্রদ্ধা জানান নানা শ্রেণি পেশার মানুষ।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা- ইউনেসকো উদ্যোগে সোমবার বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের মিশনগুলোর উদ্যোগেও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে