বিশ্বাসঘাতকতার রোজনামচা
মহীতোষ গায়েন

বিশ্বাস করে দিয়েছিলাম হীরকজ‍্যোতি আসন
বিশ্বাসের সাথে মন ভাঙলে ভাঙলে হৃদি-বাসন,
দিয়েছিলাম প্রাণের ভালোবাসা,মুক্ত উদার সুখ
বিশ্বাসের অমর্যাদা করলে পোড়ালে নিজের মুখ।

তোমার কাছে দেওয়ার মত যখন কিছুই নেই
দেখবে তুমি সবার কাছে অপ্রিয়,মূল‍্য হারাবেই,
জীবন-ছন্দে তাল কাটবে,স্বপ্ন মিলিয়ে ক্ষীণ…
ফুরিয়ে যাবে আশার বাঁধন অলস সৃষ্টিহারা দিন।

ভাঙলে তোমরা বিশ্বাস ভাঙলে নিজের ঘাঁটি
পরিস্থিতির সুযোগেই খোবলালে মায়ের মাটি,
ভালোবাসায় পুষ্ট হয়ে শেষে করলে অবহেলা…
বেইমানির পসরা নিয়ে ভাসালে স্বার্থপর ভেলা।

বোকারা কাজ করেই যায় দেশের দশের জন‍্য
চালকরা ক্রেডিট নেয় তারা লোক ঠকিয়ে ধন‍্য,
বিশ্বাসঘাতকরা মিষ্টি কথাতে ছড়ায় মিথ্যাচার
বাংলা বাঁচাতে মানুষ তাদের করবে পগারপার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে