বিশ্বকাপ বাছাই পর্বে রবার্তো ফিরমিনোর জোড়া গোলে বলিভিয়াকে ৫ গোলে উড়িয়ে দিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের আগে নেইমারকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও ঠিকই মাঠে নেমেছেন তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। বড় জয় পেলেও গোলের দেখা পাননি এই তারকা। ম্যাচের ১৬ মিনিটে মারকুইনহোসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ৩০ ও ৪৯ মিনিটে ফিরমিনো জোড়া গোল করে ব্যবধান বাড়ান ৩-০ তে।

৬৬ মিনিটে হোসে কারাস্কোর আত্মঘাতী গোলে ৪-০তে পিছিয়ে পড়ে বলিভিয়া। আর ৭৩ মিনিটে ফিলিপ কৌতিনহো গোল করলে বড় জয় নিয়ে বাছাই পর্বে শুভ সূচনা করে ব্রাজিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে