নিজস্ব প্রতিবেদক :
৩এপ্রিল,উত্তর ২৪পরগনার সন্দেশখালিতে নিজস্ব বাসভবনে পালিত হলো শিক্ষা প্রাণ স্বর্গীয় বিনোদ বিহারী গায়েনের আদর্শ সহধর্মিণী যমুনাবালা গায়েনের প্রথম মৃত্যু বার্ষিকী।এই পূর্বাচার অনুষ্ঠানে পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন হওয়ার পর মধ্যাহ্ণে দলমত নির্বিশেষে সম্পূর্ণ করোনা বিধি মেনে চার শতাধিক মানুষকে পরম সমাদরে
মধ্যাহ্ণ আহারে আপ্যায়িত করা হয়।সন্ধ্যায় প্রার্থনা সঙ্গীত ও কীর্তন পরিবেশন করে যোগানন্দ যোগাশ্রমে প্রতিপালিত ১৫ জন আবাসিক ও আশ্রমিক।
উল্লেখ্য বিনোদ বিহারী ও যমুনাবালার দুই পুত্র ও তিন কন্যা বর্তমান।বড় পুত্র স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে সম্প্রতি অবসর নিয়েছেন ছোট পুত্র কলকাতার সিটি কলেজে অধ্যাপনা করেন।ছোট কন্যা বসিরহাটের একটি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। দুই পুত্র ও পুত্র বধূ এবং তিন কন্যা,দুই জামাতা ও তাদের পুত্র কন্যারা বর্তমান।
আজ শোক সন্তপ্ত পরিবেশে মহা মাঙ্গলিক এই অনুষ্ঠানে সম্প্রীতি,মানবপ্রেম, সমাজ ও জনকল্যানের আদর্শ সন্দেশখালির আমজনতাকে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করে।যা বর্তমান সময়ের রাজনৈতিক আবর্তহীন ঐক্য ও সম্প্রীতির এক অভূতপূর্ব নিদর্শন।
কৃতজ্ঞতা ও শুভকামনা জানাই।সংবাদপত্র যে জনমানসের দর্পণ তা আরো একবার মনে করিয়ে দিল সুপ্রভাত উত্তরবঙ্গ।