বিশেষ সংবাদদাতা,কলকাতা:

আজ পশ্চিমবঙ্গের বাচিকস্বজনের আয়োজনে বিশিষ্ট বাচিকশিল্পী নীহারেন্দু ভট্টাচার্য্য-এর স্মরণে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১০-১৬ ও ১৬ থেকে তদুর্ধ এই দুটি বিভাগে প্রায় ৬০ জন প্রতিযোগী অংশ নেন। একই সাথে আজ বেহালায় অনুষ্ঠিত দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রতিযোগিতায় ৬৫ জন প্রতিযোগী অংশ নেন। এদের মধ্যে আজ ১৩ জন রাজ‍্যস্তরের প্রতিযোগিতায় উত্তীর্ণ হলেন।

আয়োজক কমিটির অন‍্যতম বাচিকস্বজনের সহ সম্পাদক ড. মহীতোষ গায়েন বলেন, এই ধরণের প্রতিযোগিতার মধ‍্য দিয়ে সারা রাজ‍্যে সুস্থ সংস্কৃতির প্রসার ও বাচিকশিল্পকে সুপ্রসারিত করার লক্ষ্যে বাচিকস্বজন এই প্রয়াস রাজ‍্যের সংস্কৃতিকে উৎকর্ষ সাধন করবে তা নিশ্চিত। সুজিত দত্ত, চন্দন ভট্টাচার্য্য,সিমীকা রায়, রুবি চট্টপাধ‍্যায়,সোনালী ঘোষ,ঝর্ণা বাড়ুই সহ বাচিকস্বজনের কার্যকরী কমিটি ও সাধারন সদস্যরা আজ এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে