Dhaka ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার, কাজ করছে সেনাবাহিনীও

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৭ Time View

দীর্ঘ চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে বিমানবন্দর ও আশপাশের এলাকায়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এ অবস্থায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও।

মঙ্গলবার (৬ মে) সকালে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিমানবন্দরের আশপাশে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ও র‍্যাব সদস্যদের। পাশাপাশি দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদেরও।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য বিমানবন্দর সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হতে পারে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে দলের অসংখ্য নেতাকর্মী বিমানবন্দর এলাকায় জড়ো হচ্ছেন এবং হবেন। সড়কে যেন কেউ না নামেন সে ব্যাপারে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। পথে কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি শেষে আজ সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার, কাজ করছে সেনাবাহিনীও

Update Time : ০৩:৪৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

দীর্ঘ চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে বিমানবন্দর ও আশপাশের এলাকায়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এ অবস্থায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও।

মঙ্গলবার (৬ মে) সকালে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিমানবন্দরের আশপাশে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ও র‍্যাব সদস্যদের। পাশাপাশি দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদেরও।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য বিমানবন্দর সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হতে পারে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে দলের অসংখ্য নেতাকর্মী বিমানবন্দর এলাকায় জড়ো হচ্ছেন এবং হবেন। সড়কে যেন কেউ না নামেন সে ব্যাপারে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। পথে কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি শেষে আজ সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির।