এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কাস্টমসের কর্মকর্তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২ পিস স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটককৃত ওই যাত্রীর নাম ইসমাইল হোসেন সরকার। তার কাছ থেকে মোট ৫ কেজি ২০০ গ্রাম চোরাই স্বর্ণ জব্দ করা হয় যার বাজার মূল্য ৩ কোটি ১২ লাখ টাকা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) মো. সোলাইমান হোসেন।

তিনি জানান, শনিবার দুপুর ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা ৪১৪ জন যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওই বিমানের যাত্রী ইসমাইল হোসেনকে তল্লাশি করা হয়।

এক পর্যায়ে তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করে ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩২টি স্বর্ণের পাওয়া যায়।

এ ব্যাপারে ওই ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও জানান কাস্টমস হাউজের এই কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে