ইমদাদুল হক ঝিনাইদহ:

বিপুল পরিমান জাল টাকার নোট প্রস্তুুত ও ক্রয় বিক্রয়ের সংঘবদ্ধ চক্রের ০২ সদস্য সাজ্জাদ ও মামুনকে গ্রেফতার করেছে র‌্যাব।চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন জীবননগর বাজারে মডার্ণ স্টুডিও এন্ড ষ্টেশনারীর দোকানে কতিপয় ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে। খবর পেযে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। সেসময় জাল টাকার নোট প্রস্তুত, মজুত ও ক্রয়-বিক্রয়ের একটি সংঘবদ্ধ চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মহেশপুর পোড়াপাড়ার বজলুর রহমানের ছেলে সাজ্জাদ আলম (২৬) ও খুলনা রুপসার চাঁদপুরের মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া ওরফে মামুন (৩৫)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
ক। ১৬০ টি ৫০০ টাকার জাল নোট, ৬৫ টি ১০০০ টাকার জাল নোটসহ সর্বমোট ১,৪৫,০০০/-(এক লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকার জাল নোট।
খ। ০১ টি সিপিইউ।
গ। ০১ টি মনিটর।
ঘ। ০১ টি প্রিন্টার
ঙ। ০২ টি মোবাইল সেট।
চ। ০১ টি মানিব্যাগ।
ছ। নগদ ৭২০/-(সাতশত বিশ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে