বিদায়
শাহরিন সুলতানা
জননী,কহিয়াছিলে আমারে জীবনভর
রাখিবে তোমারি আঁচল ছায়াতলে
তবু আজি বিদায়ের আয়োজন
কতো বিদেশির আগমন
তবে আমায় করিবে কি পর?
অভিমানি আমারি কোন ভুলে?
পিতা মুখ ফিরিয়া লয় মাঝে মাঝে
পালকি আসিয়াছে কতোইনা সাজে
শৈশব শখ কতো
পালকি অভিযানের
এ অভিযান ত চিরকালের
অন্তরে সন্দেহ শত।
হস্ত অচেনা, অশ্রুভেজা আঁখি আমার
মুছিয়া দেয় বারেবার
আমি আসিতে চাহি তুমি পানে
বন্দী করি লইল পালকিতে আমায়
ওরা যায় আমায় লইয়া কোন খানে?
জননী! আমায় না ফিরাইয়া লুকাইলে ঘরের কোনায়।