বিতাড়িত অভিযোগ
শ্রী রাজীব দত্ত
তোমার ছবিটা আজও বুক পকেটে রাখি
তবুও তোমার স্মৃতি থেকে নিজে দূরে থাকি।
স্মৃতিগুলো ভোলা যায় না জানি
তাই বার বার আসি ফিরে
সেই বেদনা, যন্ত্রণা নদীর তীরে
তবে কি আমি তোমায় ঘৃণা করি ?
কক্ষনো না !
নিজেকে আমার সাথে গুলিয়ে ফেলোনা?
আমি এসেছিলাম তোমার কাছে
বুক ভরা ভালবাসা নিয়ে ,
তুমি করেছো অভিনয়
বিদায় জানিয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে।
ভুল করেছি আজও তাই আমি দিশেহারা
তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়া সেই আমি
সব থেকেও, তবু সর্বহারা।
যদি কোনদিন অজান্তে হয় দেখা
চোখে চোখ রেখে একটাই কথা বলব
উজ্জল ভবিষ্যত তোমার সামনে থাকলেও
তুমি মননে, সংগোপনে আজও বড় একা।
তবু একটা কথা এখনও বলি
তোমার ছবিটা আজও বুক পকেটে রাখি
তবুও তোমার স্মৃতি থেকে নিজে দূরে থাকি।