তপনকান্তি মন্ডল,বিশেষ প্রতিনিধি :

শ্বশুর বাড়িতে থাকার অধিকার চেয়ে গতকাল ধর্ণায় বসে এক বিতাড়িতা গৃহবধূ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা থানার গঞ্জের বাজারে।

ওই বধূর নাম সুমিত্রা খিলা (দাস) । বাপের বাড়ী রামগোপাল পুর। পাঁচ মাস আগে সামাজিক ভাবে বিয়ে হয় গঞ্জের বাজারের পার্থপ্রতিম খিলার সঙ্গে। কিছু দিন ঘর করার পর তাদের মধ্যে নানা ধরনের অশান্তি সৃষ্টি হয়। এনিয়ে স্থানীয় পঞ্চায়েতে বিচার-শালিসিও হয়। কিন্তু অশান্তি আর কমেনা। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ওই বধূকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত এবং শেষমেষ জোর করে তাকে বাপের বাড়ী পাঠিয়ে দেয় বলে অভিযোগ।

মাসখানেক অপেক্ষা করার পর নিজ থেকে শ্বশুর বাড়ী ফিরে এলে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। তখন কয়েকজন পাড়া-প্রতিবেশীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসে। তিনি উপযুক্ত মর্যাদায় স্বামীর সংসারে থাকতে চান। ঘটনার খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ওই গৃহবধূকে থানায় নিয়ে যান। সেখানে তাকে দিয়ে মূল অভিযোগ লেখানো হয়েছে। গৃহবধূর স্বামী পার্থপ্রতিম এদিন বাড়ী না থাকায় কোন কিছু সমাধান হয়নি। শ্বশুরবাড়ির লোকজন ওই বধূর অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তবে তদন্ত সাপেক্ষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে