বিজয় মানে
——- ফারজানা জামান ববি
বিজয় মানে মধুর সুরে
বাংলার গান গাও,
বিজয় মানে নদীর বুকে
পাল তুলা এক নাও।
বিজয় মানে ঘর ছেড়ে সব
দৃপ্ত চরন রাখা,
বিজয় মানে লাল তুলিতে
ভোরের সূর্য আঁকা।
বিজয় মানে স্বাধীনতা
শোকের সাগর নয়,
বিজয় মানে জয়ের সাহস
বাঙালির পরিচয়।
বিজয় মানে উদ্দীপনা
ঐক্য গড়ার শক্তি,
বিজয় মানে মায়ের প্রতি
বাঙালির ভক্তি।
ডিসেম্বরের বিজয় দিবস
একটি অমর দিন,
ঝকঝকে আর টকটকে
চির অমলিন।