Dhaka ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বায়া বাজার পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি’র কমিশনার আবু কালাম সিদ্দিক

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • ১৮২ Time View

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

ছোট ছোট কক্ষে বানানো হয়েছে অস্ত্রাগার, হাজতখানা ও কার্যালয় এছাড়াও সেখানে রয়েছে ফাঁড়ি ইনচার্জের অফিস কক্ষ। সেবা গ্রহীতা ও পুলিশ সদস্যরা গাদাগাদি করে বসতেন একই কক্ষে, তাছাড়াও ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যরা ঝড় বৃষ্টির ঝুঁকি নিয়ে রাত কাটাতেন।

এই চিত্র ছিলো এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির। ফাঁড়িতে কর্তব্যরত পুলিশ সদস্যরা এই প্রতিকূলতার মধ্যে থেকেও স্থানীয় জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা, সড়কে যানজট দূর করা, ছিনতাই প্রতিহত করাসহ নানা কর্তব্য পালন করে যাচ্ছিলেন।

বায়া ফাঁড়ির এই বেহাল দশার বিষয়টি বিবেচনা করে আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিএকটি আধুনিক ভবন ভাড়া করার নির্দেশদেন।

মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পরপরই বলেছিলেন “রাজশাহী মহানগরীকে নিরপাত্তার চাদরে ঢেকে ফেলা হবে। মহানগরীতে কোন অপরাধ থাকবে না। সেই উদ্দেশ্যে তিনি পুলিশ সদস্যদের দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেন। এর অংশ হিসেবে আজ ২৬ এপ্রিল ২০২১ সোমবার সকাল ১০.৩০ টায় বায়া বাজার পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, বায়া বাজার পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে পুলিশি সেবা বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা অর্জন করবে। এছাড়াও তিনি স্থানীয় জনগণকে অপরাধ দমনে পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করেন। ভবন উদ্বোধন শেষে পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক ম বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে দরিদ্র মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রি উপহার দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এ এফ এম আনজুমান কামাল, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) সোনিয়া পারভীন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

বায়া বাজার পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি’র কমিশনার আবু কালাম সিদ্দিক

Update Time : ০৫:৪৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

ছোট ছোট কক্ষে বানানো হয়েছে অস্ত্রাগার, হাজতখানা ও কার্যালয় এছাড়াও সেখানে রয়েছে ফাঁড়ি ইনচার্জের অফিস কক্ষ। সেবা গ্রহীতা ও পুলিশ সদস্যরা গাদাগাদি করে বসতেন একই কক্ষে, তাছাড়াও ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যরা ঝড় বৃষ্টির ঝুঁকি নিয়ে রাত কাটাতেন।

এই চিত্র ছিলো এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির। ফাঁড়িতে কর্তব্যরত পুলিশ সদস্যরা এই প্রতিকূলতার মধ্যে থেকেও স্থানীয় জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা, সড়কে যানজট দূর করা, ছিনতাই প্রতিহত করাসহ নানা কর্তব্য পালন করে যাচ্ছিলেন।

বায়া ফাঁড়ির এই বেহাল দশার বিষয়টি বিবেচনা করে আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিএকটি আধুনিক ভবন ভাড়া করার নির্দেশদেন।

মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পরপরই বলেছিলেন “রাজশাহী মহানগরীকে নিরপাত্তার চাদরে ঢেকে ফেলা হবে। মহানগরীতে কোন অপরাধ থাকবে না। সেই উদ্দেশ্যে তিনি পুলিশ সদস্যদের দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেন। এর অংশ হিসেবে আজ ২৬ এপ্রিল ২০২১ সোমবার সকাল ১০.৩০ টায় বায়া বাজার পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, বায়া বাজার পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে পুলিশি সেবা বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা অর্জন করবে। এছাড়াও তিনি স্থানীয় জনগণকে অপরাধ দমনে পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করেন। ভবন উদ্বোধন শেষে পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক ম বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে দরিদ্র মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রি উপহার দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এ এফ এম আনজুমান কামাল, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) সোনিয়া পারভীন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।