Dhaka ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়িয়ে দাও তোমার হাত

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ১৭৬ Time View

অরুন্ধতী সাহা গুপ্ত,চিত্তরঞ্জন,পশ্চিম বর্ধমান প্রতিনিধি:

প্রান্তিক শহর চিত্তরঞ্জন। করোনার কালো থাবা ছোট্ট এই শহরের জনজীবনকে বিধ্বস্ত করেছে আরো অন্যান্য জায়গার মতনই। ছোটো শহরের বুকে সারা বছর ধরে ছুটে চলে বাস- মিনিবাস।নিত্য যাত্রীদের পৌঁছে দেয় কর্মস্থলে। বাজার, দোকান, হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যাংকে।

লকডাউনে মন্দা সবেতেই। রোগের আগ্রাসন রুখতে সরকারি নির্দেশে বন্ধ পরিবহণ ব্যবস্থা।যদিও তার আগেই লোকজনের যাতায়াত কমে গিয়েছিল স্বাভাবিকের তুলনায়। কার্যত অসহায় হয়ে পড়েছেন বাস কর্মীদের পরিবারগুলি।সংসারের প্রয়োজন তো আর থেমে নেই। তাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই সি.এল.ডব্লু লেবার ইউনিয়ন এক অভিনব উদ্যোগ নেন। তিরিশে মে ছিলো সি.আই. টি. ইউয়ের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে বাস কর্মীদের সহায়তায় কিছু খাদ্য সামগ্রী, স্যানিটাইজার, সাবান, মাস্ক ইত্যাদি আশি জন কর্মচারীর হাতে তুলে দেন এলাকার প্রাক্তন এম পি ও জেলার সি.আই. টি .ইউ সম্পাদক শ্রী বংশগোপাল চৌধুরি।

উপস্থিত ছিলেন আরো স্বেচ্ছাসেবী বিশিষ্ট ব্যক্তিত্বগণ।অনুষ্ঠান পরিচালনা ও সম্পাদনা করা হয় কোভিড আচরণবিধি মেনে। সালানপুর রেড ভলেন্টিয়ার্শ পুরো স্থানটি অনুষ্ঠানের পূর্বে ও পরে নিজস্ব উদ্যোগে স্যানিটাইজ করে দেন।

উদ্যোক্তারা জানিয়েছেন বিভিন্ন স্থানের আরো বেশ কিছু পরিবার তাদের কাছে আবার সহায়তার আবেদন জানিয়েছেন। তাঁদের পরিকল্পনা আছে খুব শীঘ্রই আবার এই ধরণের কার্যক্রমের মাধ্যমে তাঁরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা জারি রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

বাড়িয়ে দাও তোমার হাত

Update Time : ০৪:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১

অরুন্ধতী সাহা গুপ্ত,চিত্তরঞ্জন,পশ্চিম বর্ধমান প্রতিনিধি:

প্রান্তিক শহর চিত্তরঞ্জন। করোনার কালো থাবা ছোট্ট এই শহরের জনজীবনকে বিধ্বস্ত করেছে আরো অন্যান্য জায়গার মতনই। ছোটো শহরের বুকে সারা বছর ধরে ছুটে চলে বাস- মিনিবাস।নিত্য যাত্রীদের পৌঁছে দেয় কর্মস্থলে। বাজার, দোকান, হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যাংকে।

লকডাউনে মন্দা সবেতেই। রোগের আগ্রাসন রুখতে সরকারি নির্দেশে বন্ধ পরিবহণ ব্যবস্থা।যদিও তার আগেই লোকজনের যাতায়াত কমে গিয়েছিল স্বাভাবিকের তুলনায়। কার্যত অসহায় হয়ে পড়েছেন বাস কর্মীদের পরিবারগুলি।সংসারের প্রয়োজন তো আর থেমে নেই। তাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই সি.এল.ডব্লু লেবার ইউনিয়ন এক অভিনব উদ্যোগ নেন। তিরিশে মে ছিলো সি.আই. টি. ইউয়ের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে বাস কর্মীদের সহায়তায় কিছু খাদ্য সামগ্রী, স্যানিটাইজার, সাবান, মাস্ক ইত্যাদি আশি জন কর্মচারীর হাতে তুলে দেন এলাকার প্রাক্তন এম পি ও জেলার সি.আই. টি .ইউ সম্পাদক শ্রী বংশগোপাল চৌধুরি।

উপস্থিত ছিলেন আরো স্বেচ্ছাসেবী বিশিষ্ট ব্যক্তিত্বগণ।অনুষ্ঠান পরিচালনা ও সম্পাদনা করা হয় কোভিড আচরণবিধি মেনে। সালানপুর রেড ভলেন্টিয়ার্শ পুরো স্থানটি অনুষ্ঠানের পূর্বে ও পরে নিজস্ব উদ্যোগে স্যানিটাইজ করে দেন।

উদ্যোক্তারা জানিয়েছেন বিভিন্ন স্থানের আরো বেশ কিছু পরিবার তাদের কাছে আবার সহায়তার আবেদন জানিয়েছেন। তাঁদের পরিকল্পনা আছে খুব শীঘ্রই আবার এই ধরণের কার্যক্রমের মাধ্যমে তাঁরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা জারি রাখবেন।