নিজস্ব প্রতিবেদক:

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে শুল্ক ও কর আরোপের প্রস্তাবনায় বাড়তে পারে বেশ কিছু পণ্যের দাম।

প্রস্তাবিত বাজেটে বেশ কিছু বিলাসী পণ্যের শুল্ক হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে দাম বাড়তে পারে বডিস্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্যের।

আমদানিকরা পনির ও দইয়ের ক্ষেত্রে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে বিদেশি পনির ও দইয়ের দাম বাড়তে পারে।

নিম্নস্তরের সিগারেটের ক্ষেত্রে দশ শলাকার দাম ৩৯ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে ও সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করা হয়েছে। ফলে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়তে পারে।

আমদানি করা তৈরি পোশাকে ৪৫ শতাংশ সস্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে বিদেশি পোশাকের দামও বাড়তে পারে।

এর মধ্যেই এক প্রজ্ঞাপনে বিদেশি ফল, বিদেশি ফুল, ফার্নিচার ও কসমেটিকস জাতীয় প্রায় ১৩৫টি পণ্যের ওপর ৩ শতাংশের পরিবর্তে আরোপ করা হয়েছে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক। ফলে এসব পণ্যের দামও বাড়তে পারে।

দেশীয় শিল্পের সুরক্ষায় শুল্ক আরোপের কারণে বাড়তে পারে আমদানি করা স্মার্টফোনের দাম। এছাড়া বিলাসবহুল গাড়ির দাম, আমদানি করা ফ্রিজ আর এসির দাম বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার (৯ই জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বরাবরের মতোই, অভ্যন্তরীণ সম্পদের ব্যবহার আর প্রয়োজন বুঝে আমদানির লক্ষ্যে বাজেটে শুল্ক করের হারে আসতে যাচ্ছে অদল বদল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে