পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সতর্ক করে বলেছেন, ‘প্রকল্পের আওতায় আপ্যায়ন ব্যয় আছে, তার মানেই এই নয় যে অযৌক্তিকভাবে ব্যয় করতে হবে। করোনায় বাসায় বসে জুম মিটিং করলে কেন আপ্যায়ন ব্যয় করা লাগবে।’
চলতি ২০২০-২১ অর্থবছরে সুষ্ঠু ও গুণগত মানসম্পন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক সভা করেন তিনি। এরপর ভার্চুয়াল ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তুষ্টির কথা জানিয়ে সচিবদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রকল্পের আওতায় অযৌক্তিক ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন।’
এ সময় পরিকল্পনা কমিশনে যারা প্রকল্প তৈরি করেন, তাদেরকে আগের তুলনায় অনেক বেশি সাবধান হওয়ার আহ্বান জানান মান্নান।
প্রকল্পে গাড়ি কেনা নিয়ে এক প্রশ্নের উত্তরে মান্নান বলেন, ‘অনেক সময় দেখা যায় প্রকল্পের জন্য গাড়ি কেনার জন্য যা বরাদ্দ থাকে, তার অর্ধেক দিয়ে বড় কর্মকর্তা গাড়ি কেনেন, বাকিগুলো ঠিকমতো হয় না। এখন থেকে এসব হবে না। কোন গাড়ি কত সিসি’র, তা স্পষ্ট করে উল্লেখ থাকতে হবে।’
সরকারের অর্থ যে জনগণের তা সচিবদের স্মরণ করে দিয়ে মন্ত্রী বলেন, ‘কোনো সময়েই আমরা জনগণের অর্থ নিয়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে নয়-ছয় করতে দেব না।’
উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারীর মধ্যে নিজ নিজ অবস্থানে থেকে ভার্চুয়ালি অংশগ্রহণের মধ্য দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্মশালা ও কারিগরি কমিটির সভা করেও আপ্যায়ন বাবদ খরচ ৫৭ লাখ টাকা দেখিয়েছিল, যা আলোচনার জন্ম দেয়।