বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:

শনিবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বাসন্তী ও রায়দিঘি থানার দুটি পৃথক স্থানে আগ্নেয়াস্ত্রসহ তিন জন দুষ্কৃতি পুলিশের হাতে ধরা পড়ে।

বাসন্তী থানার উত্তর চুনাখালি মণ্ডল পাড়ার বাসিন্দা রফিকুল হালদারের বাড়ী তল্লাসি করে বোমা তৈরির মালমশলা ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে জামিনের আবেদন খারিজ হয়। বাসন্তী থানার আই,সি, আব্দুর রব খানের নেতৃত্বে বেআইনি অস্ত্র উদ্ধারের এই নৈশ অভিযানে সাফল্য আসে বলে মন্তব্য করেছেন ক্যানিং মহকুমা পুলিশ অফিসার দিবাকর দাস। তিনি আরো জানান যে, মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় শান্তি বজায় রাখার জন্য এধরনের অভিযান আরো চলবে।

অপরদিকে রায়দিঘি থানার রায়মণি খাকির শ্মশান থেকে শনিবার গভীর রাতে বাড়ীভাঙ্গাবাদের বাপিরুল পাইক (৩৩) এবং রায়দিঘি থানার জাহির সরদার (২৭) নামে দুই যুবককে পুলিশ গ্ৰেপ্তার করে। এদের কাছ থেকে ছ’টি তাজা বোমা, ৩ রাউন্ড কার্তুজ ও ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃতদের ডায়মণ্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে