সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করলেন ইউএনও।
১১ জানুয়ারি (সোমবার) বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন এই লটারি প্রক্রিয়া উদ্বোধন ও সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাবিবুর রহমান প্রধান, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, স্কুলের সংশ্লিষ্ট স্টাফগণ, অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য যে ৬ষ্ঠ শ্রেণিতে ১৭০ জন আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে ১২০ জন শিক্ষার্থী ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবং ৩০ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।