সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বালিয়াডাঙ্গীতে “দ্রব্য মূল্যের ঊদ্ধগতির প্রতিবাদে” ও বাণিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবীতে মানববন্ধনের আয়োজন করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি।
৭ জানুয়ারি (বৃহস্পতিবার )সকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমান,সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান,সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ও ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আবু সায়েদ সহ উপজেলার বিভিন্ন স্থরের নেতারাকর্মীরা।
এ সময় উপজেলা বি এন পি সভাপতি রাজিউর রহমান তার বক্তব্যে বলেন, দেশে যে হারে দ্রব্যমূল্যে উর্দ্ধগতি এতে করে সাধারণ মানুষ আজ তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না, মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। তাই ভোটচোর সরকারের বানিজ্য মন্ত্রী তথা গণতন্ত্র হরণকারী আওয়ামী সরকারকে আন্দোলনের মাধ্যমে হটাতে হবে দেশের গণতন্ত্র পুনঃ উদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান তার বক্তব্যে বলেন, এই ভোট চোর সরকার দেশ শাসনে ব্যর্থ তাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে ব্যবসায়ীরা সরকার দলীয় বলে তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না ৷
এসময় দীর্ঘদিন বিরতির পর এ মানববন্ধন কর্মসূচীতে উপজেলা বিএনপি ছাড়াও অংগ ও সহযোগি সংগঠনের সকল নেতা কর্মীগণ অংশ গ্রহন করেন।