সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচি পালন করে উপজেলা ছাত্রদল।
১২ই জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১২টায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদের নেতৃত্বে দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কিছুদুর গেলে পুলিশ বাধা দেয় এবং বিক্ষোভরত ছাত্রদের হাত থেকে পুলিশ ব্যানারটি ছিনিয়ে নেয়।
এসময় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, আনোয়ার হোসেন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের , বালিয়াডাঙ্গী ছাত্রদলের সদস্য আসিফ আরমান,আরিফ খান জয়,উমের আলী জয়,রাশেদুজ্জামান, তুষার সহ উপজেলা বিভিন্ন স্থরের নেতা কর্মীরা।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় তার বক্তব্যে বলেন, পুলিশী বাধা দিয়ে আমাদের থামাতে পারবেন না জনগণ এই ভোট চোর সরকারের বিরুদ্ধে দাড়িয়েছে, খুব শীঘ্রই এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ও ভোটারাদিকার ফিরিয়ে আনবো ইনশা-আল্লাহ ৷
তিনি আরো বলেন, তারেক রহমানের নামে যে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে তা তুলে না নিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ৷
সদস্য সচিব আবু সায়েদ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদল সেচ্চার, দলীয় সকল কর্মসূচী বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদল পালন করবে আমাদের অভিভাবক তারেক রহমানের নামে মিথ্যা গ্রেফতারী পরোয়ানা জারীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ৷
পরে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে এই ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারেক রহমানের উপর মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবি জানান।