সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঈদের কেনাকাটা করে না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে এক যুবক আত্নহত্যা করেছে।

গত ৮মে (শনিবার) বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের উত্তর বোয়ালধার গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত যুবকের উত্তর বোয়ালধার গ্রামে মোখলেসুর রহমানের ছেলে ২য় ছেলে মোঃ আলমগীর হোসেন (১৫)।

স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা জানান ঈদের কেনাকাটা নিয়ে মায়ের সাথে বাকবিতন্ড হয় এই অভিমান করে দুপুর ২:৩০মিনিটের দিকে বাড়িতে কেউ না থাকায় তার নিজ শোয়ার ঘরে গামছা দিয়ে গলায় ফাঁস দেন। এমতাবস্থায় মৃতের মা মোছাঃ জাহানারা বেগম ও তার ছোট্ট বোন বাড়িতে এসে দেখতে পান আলমগীর তার নিজ শোয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে পরে মা ও তার বোনের কান্নাকাটিতে গ্রামের লোকজন ছোটাছুটি করে এসে আলমগীরকে নামিয়ে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অনিদ্য পাল আলমগীর কে দেখে সে মারা গেছে বলে নিশ্চিত করেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি শুনেছি খুবই দূঃখজনক লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে