বাবা-মা
========
রাজ কালাম
শৈশবে যখন বাবা-মা থাকে
তখন কুঁড়ে ঘরটিই শান্তির নীড়,
তাদের পিঠ যেন ঘোড়া আর গাড়ি,
কিন্তু না থাকলে প্রাসাদ খাঁ খাঁ করে
স্বস্তি থাকে না বড় কষ্ট বুকে
যেন ড্রাইভার-ইঞ্জিন ছাড়া গাড়ি।
বাবা তো মাথার ওপরের ছাদ
প্রখর রোদ কিংবা ঝড়-বৃষ্টি
বুঝতেই দেয়না সর্বদা আগলে রাখে,
আর না থাকলে হাড়ে হাড়ে
টের পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতা
সূর্যের তাপটা তখন সোজা মাথায় এসে লাগে।
বাহিরের হাজার টেনশন দুঃখ ভারাক্রান্ত মনে
বাসায় ফিরলে মা বলে,”কিরে মুখটা শুকনো কেন?”
মায়ের কোলে মুখ লুকিয়ে কিযে শান্তি,চিন্তা হয় দূর,
আর মা না থাকলে কিযে শুন্যতা
ঘুমের ঔষধেও কাজ হয়না ছটফটানি
বাড়তে থাকে, উদ্ভট সব চিন্তা করে ঘুরঘুর।
দুনিয়ার সকল চেহারা, সবার ভালোবাসা
যখন তখন বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা
কক্ষণও বিন্দুমাত্র বদলাবার নয়,
দুনিয়ার সকল কাছের মানুষ, সুসময়ের
সাথিরা ছেড়ে চলে যেতে পারে
কিন্তু মা কখনও ছেড়ে যাবার নয়।
বাবা জীবনের প্রথম হিরো, তিনিই সাহস
তিনিই সম্পদ,তার ভরসায় তালমিলিয়ে চলি
সন্তানের জন্য বাবারা নিজেদের জীবন উৎসর্গ করে,
বাবা না থাকলে দুমড়ে মুচড়ে পড়ি
পথ চলতে চলতে একটু হোঁচট খেলে
কেউ একবার তুলতে চায়না হাতটা ধরে।
বাবা-মা’র মনে কষ্ট দিতে নেই
ছোট করতে নেই, তাদের চোখের অশ্রু
ঝড়াতে নেই,করতে নেই অন্যের সাথে তুলনা,
তাদেরকে ভুল বুঝতে নেই,এক মুর্হুতের জন্য
ভুলে যেতে নেই,তাদের জন্য এই পৃথিবীতে
আমরা, তাদের সাথে যেন না করি ছলনা।