সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ব্যাপারী পাড়ার রমজান শিকদার দাম্পত্যিকে ভিটে ছাড়ার অভিযোগ উঠে দুই কন্যার বিরুদ্ধে।
স্থানীয় সুত্রে থেকে যায় গত শনিবার দুপুর-১২.০০ ঘটিকায় রমজান শিকদারের দুই কন্যা রেনু বেগম ও লতা বেগম স্বদলবলে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে বাবা রমজান শিকদার ও বিমাতা মা রত্না শিকদার থেকে জোর পূর্বক বাড়ি থেকে তাড়িয়ে দেয়,পরে রমজান আলী শিকদার বাদী হয়ে রাজারহাট থানায় ৭জনকে আসামী করে অভিযোগ দাখিল করলে রাজারহাট থানার ওসি রাজু সরকার অভিযোগ টি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করেন।রবিবার রাতে দখলকৃত বাড়ি থেকে অভিযান চালিয়ে রেনু বেগম,লতা বেগম,নজরুল ইসলাম ও বাদশা মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এবিষয়ে রাজারহাট অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন সাতজন আসামীর মধ্যে চারজনকে গ্রেফতার করেছি।বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।গ্রেফতারকৃত আসামিদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।