বাবা তোমার মুখটি আজও চিরচেনা
মোঃ আশরাফুল ইসলাম (নয়ন)
বাবা তুমি ছিলে আমার চিরচেনা।
দেখেছিলাম তোমায় সেই ছোট্টবেলা।
বাবা তোমার মুখটি আজও ভুলতে পারিনা।
পিতা তুমি আমার তুমিই জন্মদাতা।
তুমি ছিলে আমার সুখের ঠিকানা।
আমি আজও তোমার মুখখানা,
ভুলতে আমি পারিনা।
তুমি বিহনে আজ পথ হারা।
পথ আমার আজ আঁধার ঘেরা,
তবুও খুঁজে ফিরি সুখের ঠিকানা।
আঁধার শেষে সুখের আলোয় ভরা,
জীবন কবে আসবে নেই আমার জানা।
তোমার মুখটি যে বাবা,
আজও আমার চিরচেনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে