বাগেরহাট প্রতিনিধি:

বিশ্ব শিক্ষক দিবসে সরকারি-বেসরকারি বৈষম্য নিরসনের দাবিতে ০৫/১০/২০২০ ইং তারিখ সোমবার সকাল ১০ টায় বাগেরহাট সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরামের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে ।

মানববন্ধনে বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অংশগ্রহন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,বাগেরহাট সদর উপজেলা প্রধান শিক্ষক ফোরামের সভাপতি মোসাঃ ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, শিক্ষক আব্দুস সালাম, স্বপন কুমার কীর্ত্তনিয়া,ঝিমি মন্ডল,আব্দুর রাজ্জাক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কার্মকান্ড দায়িত্ব পাঠদানের পদ্ধতি সবই সমান।

কিন্তু বেতন-ভাতা সহ সব ক্ষেত্রে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের থেকে অনেক পিছিয়ে আছে। তাই তারা প্রধানমন্ত্রীর কাছে এই বৈষম্য নিরসনের দাবি জানান।
এবং আশা রাখেন মুজিববর্ষে প্রধানমন্ত্রী এই বৈষম্য নিরসনের ঘোষণা দিবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে