বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে এগারো বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে পুলিশ গোলাম শেখ (৫৫) ওরফে পাল গোলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম জানান, উপজেলার দিন মজুরের ১১ বছরের কন্যাকে একই এলাকার মৃত আমীন উদ্দিন শেখের পুত্র গোলাম শেখ গত মঙ্গলবার বেলা ১০ টার সময় পার্শ্ববর্তী একটি গর্তে নিয়ে ধর্ষণ করে। কিন্তু শিশুটি ভয়ে বিষয়টি দেরিতে জানায়। আজ শুক্রবার শিশুটির মাতা শিশুটিকে নিয়ে রামপাল থানায় আসেন এবং বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের সাথে সাথেই পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সন্ধ্যায় অভিযুক্ত গোলাম শেখকে বড়দিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে।