মোংলা প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ৫০ টি সেমিপাকা ঘর।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান,মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোংলা উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান নাহিদ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি হুসাইন মোহাম্মদ দুলালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ঘরগুলো নির্মাণের সামগ্রী ও উপকার ভোগী নির্বাচনেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা খুবই গুরুত্বের সাথে কাজ কোরেছে। নির্বাচিত উপকার ভোগীদের নামে জমির দলিল ও সনদপত্র প্রস্তুত করা হয়েছে।আগামী (২৩ জানুয়ারি) শনিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পরে উপকারভোগীদের মাঝে আমরা ঘরের দলিল ও চাবি হস্তান্তর করব।