মোংলা প্রতিনিধি:

সারাদেশের ন্যায় বাগেরহাটের মোংলায়ও পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২০।

পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে। আর এই কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়।এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হল ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’।

আজ ৩১ অষ্টোবার শনিবার সকালে মোংলা থানা প্রাঙ্গনে মোংলা থানা প্রশাসনের  আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোংলা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মোঃ মাহবুব স্যারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা  থানার অফিসার ইনর্চাজ ( ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল, মোংলা পৌর আওয়ামীলীগের  সভাপতি  বাগেরহাট জেলা পরিষদের সদস্য বির মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, মোংলা পৌর আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম  , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মিঠাখালী ইউপি চেয়্যারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির প্রমুখ।এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংঘঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তরা বলেন, করোনার মধ্যে মোংলা থানা পুলিশ তাদের জিবনের ঝুকি নিয়ে সস্ত্রাস,মাদক,চাঁদাবাজী সহ নানা অপরাধ দমন কোরেছে। তাদের এই কাজকে আরো বেগবান ও গতিশীল করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে