পটুয়াখালীর বাউফলের ধাউড়াভাঙা, গোসিংগা, কনকদিয়া ও রাজনগরসহ ১৯ গ্রামের ৫ শতাধিক পরিবারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল আযহা।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় শাপলাখালির শাহ ছুফি মমতাজিয়া সুন্নিয়া জামে মসজিদে অনুষ্ঠিত ঈদের সর্ববৃহত জামাতের ইমামতি করেন শাহ ছুফি মমতাজিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবু সাইদ চৌধুরী। ঈদের নামাজ শেষে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় ও পশু কুরবানি করা হয়।
মাওলানা আবু সাঈদ চৌধুরী জানান,‘সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে ঈদ উদযাপন করা হচ্ছে।’
তারা চট্টগ্রামের এলাহাবাদের চন্দনাইসের জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ ও বাঁশখালীর মীরজাকিল শরীফের (তরিকায় কাদরিয়া-চিশতিয়া) পীরের অনুসারী। প্রতি বছর সৌদির সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করে আসছেন তারা।