বাংলা ভাষা
———–ফারজানা জামান ববি
বাংলা আমার প্রথম ভাষা
মায়ের মুখের বুলি,
হৃদয় দিয়ে মনে প্রানে
বাংলার সুর তুলি।
বাংলা আমার স্বরধ্বনি
সুক্ষ্ম আকুতি,
খোদার কাছে এই ভাষাতে
করি মিনতি।
বাংলা ভাষায় মিশে আছে
মায়ের নয়ন নীর,
এই ভাষাকে ভালোবেসে
জীবন দিল বীর।
বাংলা ভাষা আনতে যারা
জীবন দিলে দিয়ে,
তোমার শোকে বিশ্ববাসীর
সিক্তে হৃদয় হিয়ে।
বাঙ্গালীদের বাংলা ভাষা
খোদার সেরা দান,
এই ভাষাতেই কথা বলে
জুড়ায় তপ্ত প্রাণ।