নিজস্ব প্রতিবেদক:
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ক্যান্সারসহ নানা জটিলতায় ভুগছিলেন। ২৪ মে রাত ১১ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৭২ বছর। এপ্রিলের প্রথম সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে যান তিনি। তবে, ২৬শে এপ্রিল তার অবস্থার অবনতি হলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। কবি হাবীবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। ২০১৮ সালে ২০শে ডিসেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন তিনি। হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।