সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে দেশব্যাপী উদযাপিত কর্মসূচির অংশ হিসেবে রাজারহাট উপজেলা প্রাঙ্গণে দু’দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে শনিবার (২৭ মার্চ) সকালে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি অফিসার্স ক্লাব হয়ে উপজেলা পরিষদ চত্বরে পুনরায় এসে শেষ হয়।
মেলায় ফিতা কেটে,বেলুন ও কপোত উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভুমি মোছাঃ আকলিমা বেগম,সদস্য জেলা পরিষদ কুড়িগ্রাম,মোঃ আব্দুস ছালাম, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জুয়েল, ওসি রাজারহাট থানা মোঃ রাজু সরকার,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জান, পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়,মৎস্য কর্মকর্তা মোঃ আরিফ আলম,প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জুবাইদুল কবির, কৃষি কর্মকর্তা মোছাঃ সম্পা আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী,সমবায় অফিসার মোঃ শাহআলম,সাংবাদিক সোহেল রানা প্রমূখ।
মেলায় সরকারি-বেসরকারি ভাবে অংশ নেয়া ৩০টি স্টল নিজেদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রদর্শনী সাজিয়ে কার্যক্রম উপস্থাপন করে।