বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ২৭ অক্টোবর থেকে ২৬ নভেম্বর ২০২০ জাতীয় চিত্রশালা ভবনের ১নং গ্যালারীতে ÔArt Against Corona’ শীর্ষক মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামীকাল ২৭ অক্টোবর বিকাল 4টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং বরেণ্য চিত্রশিল্পী জামাল আহমেদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব মো. নওসাদ হোসেন।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সকলের জন্য উন্মুক্ত।