নিজস্ব প্রতিবেদক :

ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

শুক্রবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গণমাধ্যমকে বলেন, ‘ভারতের পরিস্থিতি আমরা পর্যব্ক্ষেণ করছি। সীমান্ত বন্ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমধ্যেই আবার পর্যালোচনা বৈঠকে বসবো।’

ভারতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় আগামী ২৩ মে পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সীমান্ত বন্ধ থাকলেও অনাপত্তিপত্র নিয়ে দেশে ফিরতে পারবেন বাংলাদেশিরা।

গত ২৬ এপ্রিল থেকে করোনার কারণে দুই দেশের সীমান্ত বন্ধ রাখা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে