নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধাঘণ্টারও কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। মাত্র ২৫ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কী কারণে আগুনের সূত্রপাত, তদন্ত সাপেক্ষে তা বলা যাবে বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা।

এর আগে, সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে কেন্দ্রীয় ব্যাংকের ৪ তলায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আনোয়ারুল ইসলাম বলেন, মতিঝিল টহল ইউনিট আগুন দেখে ফায়ার কন্ট্রোল রুমে খবর জানায় ও তাৎক্ষণিক কাজ শুরু করে।

এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে