নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকসহ দুই শতাধিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে ‘হাফনিয়াম’ হ্যাকার গ্রুপ।
ই-মেইলের মাধ্যমে এই হামলা চালানো হয়। গত রাতে সরকারের ই-গভর্নমেন্ট সার্ট এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
হামলা করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, আইন, বিদ্যুৎ ও জ্বালানিসহ অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠান। হ্যাকাররা বাংলাদেশসহ ২২টি দেশকে টার্গেট করেছে বলে জানানো হয় ঐ প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়ার মতো দেশগুলো।