ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশে আর্জেন্টিনার যে ব্যাপক সমর্থন রয়েছে সেটি অজানা নয় বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। জুলাইয়ে কলকাতা সফরে আসার কথা রয়েছে তারকা এই ফুটবলারের। বাংলাদেশি সমর্থকদের টানে নিজ থেকেই এ দেশে আসার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি।
এবার বাংলাদেশে আসার খবর প্রকাশ করে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন মার্টিনেজ।
স্ট্যাটাসে মার্টিনেজ লিখেছেন, ‘সবাইকে শুভেচ্ছা। আমি আগামী ৩ থেকে ৫ জুলাই ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। সেখানে আমি বিভিন্ন চ্যারিটি কার্যক্রমে অংশ নেব। একই সঙ্গে মোহনবাগান ক্লাবের একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দেব।’ ‘এর পাশাপাশি ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, পৃষ্ঠপোষকদের হয়ে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ফুটবল সংক্রান্ত প্রচারণায় অংশ নেব। আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। শতদ্রুকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।’
মূলত মার্টিনেজের সফরটা ছিল কলকাতাতে। তবে বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ভক্ত-সমর্থক আছে বলে তিনি নিজেই এখানে আসার আগ্রহ প্রকাশ করেন।
মার্টিনেজের ভারত ও বাংলাদেশ সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি গত ২৪ মে জানান, মার্টিনেজের ঢাকা সফরের জন্য স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে।আগামী সপ্তাহে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিশ্বের সেরা এ গোলরক্ষকের সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন তিনি।
৩৬ বছর অপেক্ষার পর গত বছর কাতারে বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। যাদের হাত ধরে ম্যারাডোনার দেশের এই সাফল্য, তাদের মধ্যে অন্যতম কারিগর এমিলিয়ানো মার্টিনেজ।