ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে(বিকেএসপি) যুক্ত হলো আরও তিনটি নতুন বিভাগ।যুব ও ক্রীড়া ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বিকেএসপি’র পরিচালনা বোর্ডের ৩৩তম সভায় এই সিদ্ধান্ত হয়। দক্ষ খেলোয়াড় বাড়ানোর জন্যই তিনটি নতুন খেলার ইভেন্ট যুক্ত করা হয়েছে।

সাউথ এশিয়ান গেমসে বেশ কয়েকবার স্বর্ণ পদকজিতলেও এতদিন বিকেএসপিতে ভারোত্তোলন ইভেন্ট ছিলো না। নতুন যোগ করা তিনটি ইভেন্ট হলো ভারোত্তোলন, হ্যান্ডবল এবং স্কোয়াশ। এর আগে গতবছর ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৩২তম বোর্ড সভায় অন্তর্ভূক্ত করা হয়েছিল গলফ, কাবাডি ও ব্যাডমিন্টন।

১৯৮৬ সালে ফুটবল এবং হকি দিয়ে যাত্রা শুরু যাত্রা শুরু করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)। প্রতিষ্ঠার পরের বছরই ১৯৮৭ সালে ফুটবল ও হকির সঙ্গে যোগ হয় অ্যাথলেটিকস, সাঁতার,ক্রিকেট ও টেনিস বিভাগ। ৬টা থেকে ডিসিপ্লিন ৭টা হয় ১৯৯১ সালে জিমন্যাস্টিক্স অন্তর্ভূক্ত হলে। ১৯৯৪ সালে অন্তর্ভূক্ত হয় বক্সিং, ১৯৯৭ সালে বাস্কেটবল,২০০০ সালে শ্যুটিং, ২০০৯ সালে আরচারি ও জুডো,২০১২ সালে কারাতে, টেবিল টেনিস, তায়কোয়ানদো,ভলিবল ও উশু। ২০১৯ সালে গলফ, কাবাডি ও ব্যাডমিন্টন এবং সর্বশেষ এ বছর ভারোত্তোলন,হ্যান্ডবল ও স্কোয়াশ অন্তর্ভূক্ত হয়েছে বিকেএসপিতে। পথ চলার এই সময়ে ডিসিপ্লিন বেড়ে দাঁড়িয়েছে ২৩টিতে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, জেলা শহর গুলোতেও বিকেএসপি’র আঞ্চলিক শাখা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে